English

34.7 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

গৃহসজ্জায় কৃত্রিম ঘাসের ব্যবহার, হতে পারে যে ক্ষতি

- Advertisements -
দিন যত যাচ্ছে সবুজের সমারোহ যেন ততই কমছে। কংক্রিটের শহরগুলোতে যেন সবুজের কোনো ছোঁয়াই নেই। ক্রমশই বাড়ছে কৃত্রিম ঘাসের চাহিদা। কৃত্রিম উপায়ে ব্যালকনি কিংবা বাড়ির আশপাশের জায়গাকে বাগানে পরিণত করার জন্য এ ধরনের ঘাসের মতো ম্যাটের ব্যবহার করা হয়।
তা দেখতে হয়তো ভালো লাগে। কিন্তু কৃত্রিম ঘাসের রয়েছে কিছু বিপদও।
সম্প্রতি কৃত্রিম ঘাস নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছে দ্য ইউনিভার্সিটি অফ প্লাইমাউথ। গবেষণার তথ্য বলছে, কৃত্রিম ঘাস মাটির সবচেয়ে বেশি ক্ষতি করে।দীর্ঘদিন ধরে কৃত্রিম ঘাস মাটির ওপর থাকলে তার চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যেতে পারে।
প্লাস্টিক মাটির জন্য সব সময়ই ক্ষতিকারক। কৃত্রিম ঘাসও তৈরি হয় মাইক্রো প্লাস্টিক দিয়ে। স্বাভাবিকভাবেই এই কৃত্রিম ঘাসও মাটির ক্ষতি করে।
প্রকৃত ঘাস মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তার ফলে মাটির পানি ধারণক্ষমতা বাড়ে। কিন্তু কৃত্রিম ঘাস তা করতে পারে না। তার ফলে দীর্ঘদিন মাটির ওপর কৃত্রিম ঘাসের আবরণ থাকলে মাটির পানি ধারণক্ষমতা করে। তার ফলে অল্প বৃষ্টিতে পানি জমার সমস্যা তৈরি হয়।

আর্টিফিশিয়াল গ্রাস বা কৃত্রিম ঘাসে কার্বন থাকে। যা মাটির জন্য ক্ষতিকারক। আবার কোনো বন্য প্রাণী যদি কৃত্রিম ঘাসে মুখ দেয়, তবে তার শারীরিক সমস্যাও হতে পারে।

তাই বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির বাগানে কৃত্রিম ঘাস না লাগানোই ভালো। ব্যালকনিতে এ ধরনের ম্যাট পাততে পারেন। তবে পোষ্য থাকলে তা ব্যবহার না করাই ভালো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v7et
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন