তা দেখতে হয়তো ভালো লাগে। কিন্তু কৃত্রিম ঘাসের রয়েছে কিছু বিপদও।
সম্প্রতি কৃত্রিম ঘাস নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছে দ্য ইউনিভার্সিটি অফ প্লাইমাউথ। গবেষণার তথ্য বলছে, কৃত্রিম ঘাস মাটির সবচেয়ে বেশি ক্ষতি করে।দীর্ঘদিন ধরে কৃত্রিম ঘাস মাটির ওপর থাকলে তার চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যেতে পারে।
প্লাস্টিক মাটির জন্য সব সময়ই ক্ষতিকারক। কৃত্রিম ঘাসও তৈরি হয় মাইক্রো প্লাস্টিক দিয়ে। স্বাভাবিকভাবেই এই কৃত্রিম ঘাসও মাটির ক্ষতি করে।
আর্টিফিশিয়াল গ্রাস বা কৃত্রিম ঘাসে কার্বন থাকে। যা মাটির জন্য ক্ষতিকারক। আবার কোনো বন্য প্রাণী যদি কৃত্রিম ঘাসে মুখ দেয়, তবে তার শারীরিক সমস্যাও হতে পারে।
তাই বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির বাগানে কৃত্রিম ঘাস না লাগানোই ভালো। ব্যালকনিতে এ ধরনের ম্যাট পাততে পারেন। তবে পোষ্য থাকলে তা ব্যবহার না করাই ভালো।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v7et