English

33 C
Dhaka
রবিবার, মে ১৯, ২০২৪
- Advertisement -

বোতলের শক্ত ঢাকনা খুলতে পারছেন না, এ ক্ষেত্রে কী করবেন?

- Advertisements -
Advertisements
Advertisements

নিজের অজান্তে বা ভুলে অনেক সময় মসলার বোতলের ঢাকনা শক্ত করে লেগে যায়। আবার যখন রান্না করতে যাবেন পড়বেন বিপদে। এমনভাবে মসলার ঢাকনা লেগে গেছে যে খোলাই যাচ্ছে না। এ ক্ষেত্রে কী করবেন চলুন জেনে নিই।

** বোতলটি ঠিক ৪৫ ডিগ্রি কোণ করে হাতে ধরে নিন। শক্ত কোনো জায়গায় রেখে বোতলের ঢাকনায় আলতো করে আঘাত করুন অথবা বোতলের নিচে ভালো করে ধাক্কা দিন।

** অনেক সময় গরম পানি কাজে আসতে পারে। গরম পানি বোতলের ঢাকনার ওপর ঢালতে থাকুন। তাপের কারণে পদার্থ প্রসারিত হয়ে ঢাকনা আলগা হয়ে যেতে পারে। তখন খুলতে সুবিধা হতে পারে।

** টেপ দিয়ে বোতলের ঢাকনার চারদিক বন্ধ করে দিন। টেপের একাংশ নিজের হাতে রাখুন। এরপর নিজের হাতে থাকা অংশটি হ্যাঁচকা টান দিন। হঠাৎ করে খুলে আসতে পারে।

**খালি হাতে চেষ্টা না করে খসখসে কাপড় দিয়ে খোলার চেষ্টা করে দেখতে পারেন। এতে ঢাকনা খুলে যেতে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন