English

30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

বইমেলায় আসছে জাফর ফিরোজের আবছায়া

- Advertisements -

সম্প্রতি বার্লিনজয়ী চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের লিখা ‘আবছায়া’ এবারের আসন্ন অমর একুশে বইমেলায় আসছে।

Advertisements

জাফর ফিরোজ বলেন, এবারের একুশে বইমেলায় আমার একটি বই আসছে। বইয়ের নাম ‘আবছায়া’। বইটি প্রকাশ করছে গানের খেয়া প্রকাশন। ‘আবছায়া’ মূলত গীতিকাব্য। এটি আমার নির্জন এককের গান। চারটি অধ্যায়ে বইটিকে সাজানো হয়েছে। জীবন, মা-বাবা, দেশ, ইসলাম ও সমাজ। এই বইয়ে ৮২টি গীতিকবিতা থাকছে।

Advertisements

জাফর ফিরোজ একাধারে চলচ্চিত্র পরিচালক, লেখক এবং উপস্থাপক। তাঁর নির্মিত বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র ‘দূরবীন’। গুনি এই নির্মাতা তার কাজের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরষ্কার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফোরাম (আইএফএফ) এর সদস্য হিসেবে বর্তমানে তিনি কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে। বাংলা সাহিত্যে অধ্যয়ন শেষ করে চলচ্চিত্রের পাঠ নিলেন মোম্বাই থেকে। চলচ্চিত্রে মাস্টার্স শেষ করে এখন চলচ্চিত্র বিষয়ে উচ্চতর গবেষণা করছেন। তাঁর প্রকাশিত প্রথম শিশুতোষ গ্রন্থ ‘খুকী ও প্রজাপতি’। ‘সালাম লিখেছে মা’ তাঁর লিখা একটি সুপরিচিত দেশাত্মবোধক গান।

গানটি জাতিসংঘের ছয়টি ভাষায় গাওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। ‘আবছায়া’ তাঁর প্রথম গীতিকাব্য।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন