নাসিম রুমি: ভিন্নধর্মে বিয়ে বলিউডে নতুন নয়। ইন্ড্রাস্টির বাদশাহ শাহরুখ খান-গৌরী থেকে আলি ফজল-রিচা চাড্ডা, সাইফ আলি খান-কারিনা কাপুর— এমন অনেক দম্পতিই সুখে সংসার করেছেন। গত বছর অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে করেন বলিউড তারকা জাহির ইকবালকে।
সেই থেকে বারবার সমালোচনার মুখে পড়েন এ তারকা দম্পতি। যোগ্য জবাবও দিয়ে আসছেন অভিনেত্রী।
প্রতি বছরই সালমান খানের বাড়ির গণেশ পূজায় দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এবারও স্বামীকে সঙ্গে নিয়ে আসেন তিনি। বিসর্জনে নাচের পাশাপাশি স্বামীকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করতেও দেখা যায় অভিনেত্রীকে। সোনাক্ষীর পরনে চুড়িদার, মাথা ঢাকা ওড়নায়। অন্যদিকে প্যান্ট–শার্ট পরে জাহির ইকবাল।
ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় নেটিজেনদের কটাক্ষের শিকার হন জাহির। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অনেকেই মন্তব্যে লিখেছেন—ইচ্ছা নেই, শুধু শুধু জোর করে পূজা করছেন কেন?
আবার অনেকের দাবি— সোনাক্ষীর জন্য নাকি বাধ্য হয়ে পূজায় এসেছেন জাহির। অভিনেত্রী স্বামীর সঙ্গে গণেশ পূজার ভিডিও পোস্ট করতেই সমালোচনার ঝড় ওঠে। যদিও এ ধরনের কটাক্ষে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
বিয়ের পরপরই সোনাক্ষী স্পষ্ট বলে দেন—তাদের সম্পর্কে ধর্ম নয়, বরং ভালোবাসাটাই আসল। তিনি জানিয়েছিলেন, একে অন্যের ধর্মের প্রতি তারা শ্রদ্ধাশীল।