English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

হেডফোনের উপকারিতা ও অপকারিতা

- Advertisements -

বর্তমানে হেডফোন ছাড়া আমাদের এক মুহূর্তও যেন চলে না। গান শোনা, কথা বলা, ভিডিও কল, অনলাইন মিটিংসহ নানা কাজে চাই হেডফোন। যানজটের দীর্ঘ লাইনেও সঙ্গী হয় বস্তুটি। তবে এর যেমন উপকারিতা আছে; তেমনই আছে অপকারিতাও। আসুন জেনে নিই সেসব সম্পর্কে—

উপকারিতা
১. দীর্ঘ বিরক্তিকর সময় খুব সহজেই পার করতে হেডফোনের জুড়ি নেই
২. অন্যকে বিরক্ত না করে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলেও দরকার
৩. ভ্রমণের সময় হাত আটকে থাকলে হেডফোন ব্যবহার করা যায়
৪. কাজের ফাঁকে ফাঁকে গান শুনতে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে বস্তুটি
৫. প্রচণ্ড ভীড়ে স্পষ্টভাবে কথা বলতে অনেকাংশেই সাহায্য করে এটি।

অপকারিতা
১. দীর্ঘসময় কানে হেডফোন গুঁজে রাখলে কানে দাগ ও ব্যথা হতে পারে
২. কানের ওপর চাপ কমাতে হেডফোনের কভার নরম রাখার চেষ্টা করুন
৩. মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি চালানোর সময় হেডফোন হুমকির কারণ
৪. রাস্তা পারাপারের সময় কানে হেডফোন না রাখাই ভালো
৫. উচ্চ শব্দে গান শোনায় শ্রবণশক্তি নষ্ট হতে পারে।

সতর্কতা
বাজারে বিভিন্ন দামের হেডফোন পাবেন। তবে কানে এবং ফোনে অ্যাডজাস্ট হচ্ছে কি না, তা দেখে নেবেন। কম দামি হেডফোন ব্যবহার না করাই ভালো। এর এয়ারবাডগুলো কানে ব্যথার কারণ হতে পারে। হেডফোন ব্যবহারের কারণে কানে কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lumm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন