নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আগামী শনিবার পাবনায় আসবেন। পাবনায় স্বপ্রতিষ্ঠিত জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় যোগদান করতে পাবনায় আসবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সফরসঙ্গী হিসেবে আর কে কে ঢাকা থেকে আসবেন সে বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, এখনই সব বলা সম্ভব নয়। তবে তার পরিবারের সদস্যরা সহ নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতে পারেন।
উল্লেখ্য যে, স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করার পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পাবনার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামে আসেন। এলাকা ঘুড়ে তিনি দেখতে পান, এখানকার শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে। অথচ, মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীরা চরম দূর্ভোগ এবং কষ্ট পোহাচ্ছে । বিষয়টি তাকে আঘাত করে। অতঃপর গ্রামবাসীর সহায়তায় ঘোড়াদহ গ্রামে তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নামকরণ করেন জাহানারা কাঞ্চন স্মৃতি ঊচ্চ বিদ্যালয়।
এ বিদ্যালয়টি চিনাখড়া-সুজানগর সড়কের কাঞ্চন বাজারে অবস্থিত।
উল্লেখ্য, বিদ্যালয়ের সার্বিক অবস্থা দেখতে প্রায়ই পাবনায় আসেন ইলিয়াস কাঞ্চন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lynm
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন