English

33 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
- Advertisement -

পরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন আমির খানের ভাই

- Advertisements -

নাসিম রুমি: পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খান। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

ফয়সাল লিখেছেন, “ভারী মন কিন্তু নতুন সাহস নিয়ে জানাতে চাই, আমি পরিবার থেকে সব সম্পর্ক ছিন্ন করেছি—যা জনসাধারণের বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। কঠিন হলেও এই পদক্ষেপ আমার আরোগ্য ও বেড়ে ওঠার জন্য জরুরি। এখন জীবন প্রবেশ করছে নতুন অধ্যায়ে—স্বাধীনতা, মর্যাদা ও আত্ম-আবিষ্কারের পথে, যা আমি গ্রহণ করছি ইতিবাচকতা, সত্য ও শক্তি নিয়ে।”

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল অভিযোগ করেছিলেন, তাকে ‘স্কিজোফ্রেনিক’ বা মানসিকভাবে অসুস্থ আখ্যা দিয়ে পরিবারের সদস্যরা ‘পাগল’ হিসেবে প্রচার করেছেন এবং সমাজের জন্য বিপজ্জনক বলে দাবি করেছেন। এমনকি একসময় আমির তাকে মুম্বাইয়ের নিজের বাড়িতে এক বছরেরও বেশি সময় আটকে রেখেছিলেন বলেও দাবি করেন।

তিনি বলেছিলেন, “আমি, ফয়সাল খান, আজকের তারিখ থেকে আমার পরিবারের সব সম্পর্ক—হোক তা পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত—ছিন্ন করছি। আজ থেকে আমি আমার প্রয়াত বাবা তাহির হুসেন বা মা জিনাত তাহির হুসেন কিংবা অন্য কোনো পরিবারের সদস্যের অংশ নই। তাদের কোনো সম্পত্তিতে আমার অধিকার নেই, আবার তাদের সম্পত্তি থেকে কোনো দায়দায়িত্বও আমার ওপর বর্তাবে না।”

ফয়সালের এই বক্তব্যের জবাবে আমির ও তার পরিবারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি সহানুভূতিশীল হতে, এবং ব্যক্তিগত বিষয়কে গসিপে পরিণত না করতে। ফয়সালের মায়ের (জিনাত তাহির হুসেন), বোন নিখাত হেগড়ে এবং ভাই আমিরের প্রতি তার আঘাতমূলক ও বিভ্রান্তিকর উপস্থাপন আমাদের কষ্ট দিয়েছে। এটি প্রথমবার নয়, তাই আমরা বাধ্য হয়েছি স্পষ্ট করে জানাতে যে পরিবারের সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসকদের পরামর্শে, ভালোবাসা ও সহানুভূতির জায়গা থেকে।”

তারা আরও জানান, “ফয়সালের মানসিক ও আবেগগত সুস্থতার কথা ভেবেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আমরা কখনো প্রকাশ্যে এই কষ্টকর সময়ের বিস্তারিত জানাতে চাইনি।”

ফয়সাল খান ১৯৯৬ সালে বিক্রম ভাটের ‘মাধোশ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। তবে তিনি আলোচনায় আসেন ভাই আমিরের সঙ্গে করা ‘মেলা’ (২০০০) সিনেমায় অভিনয় করে। সিনেমাটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lza9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন