করোনাভাইরাসে বিধ্বস্ত সারা দুনিয়া। সম্প্রতি প্রকোপ অনেকটাই কমে এসেছে। তবে করোনা থেকে এখনও পুরোপুরি নিস্তার পায়নি ভারত। গত বছর থেকেই করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল মহারাষ্ট্র।
এখনও সে রাজ্যের অবস্থা প্রায় একইরকম। সম্প্রতি মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ‘করোনা টিকা নিয়ে এখনও মহারাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্য়ে অনীহা রয়েছে। এই পরিস্থিতি ঠিক করতে হবে আগে।’
তথ্য অনুযায়ী, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তবে এই রাজ্যের বেশ কিছু এলাকায় টিকা গ্রহণের হার খুব নিচে।
মন্ত্রী জানান, ‘মুসলিম সংখ্যাধিক্য রয়েছে সে সকল এলাকায় সেখানে টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই অনীহা দেখা দিয়েছে। এই কারণেই সালমান খানের সাহায্য নিতে চাই। সাধারণত দেখা গেছে, সচেতনতা বাড়াতে চলচ্চিত্রের তারকাদের কথাই শোনে সাধারণ মানুষ।’
ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের সম্প্রদায়ের মানুষদের করোনা টিকা নিতে উৎসাহ দিতে মাঠে নামবেন সালমান।
এদিকে, নিজের আগামী সিনেমা ‘অন্তিম’ -এর প্রমোশনে ব্যস্ত রয়েছেন সালমান। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তার ভগ্নীপতি আয়ূশ শর্মাকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mdo5
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
