English

33.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
- Advertisement -

কোহলির চোখে সবচেয়ে কঠিন বোলার কারা?

- Advertisements -

নাসিম রুমি: এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য বোলারকে শাসন করেছেন। তবে তার ব্যাটের সামনেও কিছু বোলার কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। সম্প্রতি এক আলাপচারিতায় কোহলি নিজেই জানিয়েছেন, ফরম্যাট অনুযায়ী কোন বোলারদের খেলতে তার সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সদ্যই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি। টি-টোয়েন্টিতে তার চোখে সবচেয়ে কঠিন বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন। নারিনের ‘মিস্ট্রি বল’ তাকে সবসময়ই সমস্যায় ফেলেছে বলে জানান কোহলি। তিনি বলেন,‘সুনীল নারিনের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন। ও আমাকে নিয়মিত সমস্যায় ফেলেছে, এখনো ফেলছে।’

টেস্ট ক্রিকেটে কোহলির সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। বিশেষ করে ইংল্যান্ডের সুইং এবং সিম সহায়ক কন্ডিশনে অ্যান্ডারসনকে খেলাটা ছিল কোহলির জন্য বড় চ্যালেঞ্জ। ভারতীয় ব্যাটিং তারকা জানান,‘টেস্টে আমার দেখা সবচেয়ে কঠিন বোলার অ্যান্ডারসন। ইংল্যান্ডে ওর বল খেলা সত্যিই কঠিন ছিল।’

৫০ ওভারের ওয়ানডে ক্রিকেটে কোহলির কাছে সবচেয়ে কঠিন বোলারের তালিকায় রয়েছেন দুইজন – শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা এবং ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ক্যারিয়ারের শুরুতে মালিঙ্গার বিধ্বংসী ইয়র্কার এবং ভিন্নধর্মী বোলিং অ্যাকশন কোহলিকে বেশ ভুগিয়েছে। আর সাম্প্রতিক সময়ে আদিল রশিদকে ওয়ানডেতে সবচেয়ে কঠিন স্পিনার হিসেবে অভিহিত করেছেন কোহলি। তিনি বলেন,‘মালিঙ্গার বিপক্ষে খেলাটা শুরুতে সহজ ছিল না। আর আদিল রশিদের বিপক্ষে ওয়ানডেতে খেলা বরাবরই চ্যালেঞ্জিং।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mdtc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন