নাসিম রুমি: ‘কিং’ নামের যে সিনেমা দিয়ে শাহরুখ খান পর্দায় প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন, সেই চলচ্চিত্রটির মুক্তির সময় বার বার পিছিয়ে যাচ্ছে।
এ বারে বাধ সেধেছে শাহরুখের কাঁধের চোট।
সংবাদমাধ্যম ‘মিড ডে’ বলছে, সিনেমার মুক্তি আগামী বছর গড়িয়ে ২০২৭ সালে গিয়ে ঠেকতে চলেছে।
শাহরুখের কাঁধে চোটের কারণে আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে। যেহেতু এটি একটি অ্যাকশন-ভিত্তিক সিনেমা, নির্মাতারা তার সুস্থতা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
চিকিৎসকদের পরামর্শ মেনে শাহরুখকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। তাই সিনেমা মুক্তির সময় পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই।
কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় শাহরুখকে ‘অর্থোপেডিক সাপোর্ট’ নিয়ে কথা বলতে দেখা গেছে।
‘কিং’ সিনেমা নিয়ে দর্শকদের মূল আগ্রহের কারণ হল, শাহরুখ এই প্রথম পর্দা ভাগাভাগি করবেন তার মেয়ে সুহানা খানের সঙ্গে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ-সুহানা ছাড়া খল চরিত্রে আসছেন অভিষেক বচ্চন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভয় ভার্মা, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অভয় বর্মা ।