English

37 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
- Advertisement -

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ১৬ অক্টোবর

- Advertisements -

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি: ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের এক সভা অনুষ্ঠিত হয় আজ শনিবার মেসত্রে সেন্টারের একটি মিলনায়তনে। প্রেসক্লাবের আহবায়ক পলাশ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক সোহানুর রহমান উজ্জল ও সদস্য সচিব নাজমুল হোসেন।
সভার সিদ্ধান্তক্রমে আগামী ১৬ অক্টোবর ২০২২ (রোববার) পূর্ণাঙ্গ কমিটি গঠনের তারিখ ঘোষনা করা হয় এবং প্রেসক্লাবের সদস্যদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

সভায় প্রেসক্লাবের আহবায়ক ও জেষ্ঠ সাংবাদিক পলাশ রহমান বলেন, গত ১৩ আগষ্ট, শনিবার ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয় স্থানীয় অভিবাসী সাংবাদিক/সংবাদকর্মীদের মুহুর্মুহু সমর্থনের মধ্য দিয়ে। প্রেসক্লাবের কাজ গঠনতান্ত্রিক ভাবে পরিচালনা, ঐক্যবদ্ধ ও টেকসই সাংগঠনিক ভিত্তি স্থাপন, নীতিমালা প্রণয়ন এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সাংবাদিক/সংবাদকর্মীদের সর্বোচ্চ সমর্থনে ৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

Advertisements

পলাশ রহমান বলেন, প্রবাসের বাস্তবতা মাথায় রেখে এবং সকল প্রকারের সাংগঠনিক নিয়মনীতির মধ্যে থেকে আহবায়ক কমিটি তাদের কাজ পূর্ণ দায়িত্বের সাথে করে যাচ্ছে। অভিবাসী সাংবাদিক/সংবাদকর্মীদের ঐক্য যাতে বিনষ্ট না হয় এবং স্বতন্ত্রতা অক্ষুন্ন থাকে সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আহবায়ক কমিটির সভায় চুড়ান্ত সিদ্ধান্ত হয়- কোনো ক্রমেই ভেনিসের সাংবাদিক/সংবাদকর্মীদের ঐক্য এবং সৌহার্দপূর্ণ সম্পর্ক বিনষ্ট হতে দেয়া হবে না। সাংবাদিক/সংবাদকর্মীদের ঐক্য, পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক মর্যাদা যাতে অটুট থাকে তার জন্য সবাইকে সচেতন হওয়ার ও সাংগঠনিক আচারণ করার আহবান জানানো হয়।

প্রেসক্লাবের স্বার্থবিরোধী, অসাংগঠনিক এবং ঐক্য বিনষ্ট হয় এমন সকল প্রকারের কার্যক্রম থেকে সকল স্তরের সদস্যদের বিরত থাকতে অনুরোধ জানানো হয়।

Advertisements

যুগ্মআহবায়ক সোহানুর রহমান উজ্জল বলেন, শুধুমাত্র ভিন্নমত বা নেতৃত্বের লোভে যদি কারো দ্বারা ভেনিসের সাংবাদিকদের ঐক্য নষ্ট বা সৌহার্দপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় তা আগামীতে লজ্জাজনক ইতিহাস হয়ে থাকবে ভেনিস কম্যুনিটিতে।

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যদের তালিকাঃ-

দিলরুবা জামান, দৈনিক নবোদয়, ভেনিস প্রতিনিধি। রোকনুজ্জামান, সি এন ডাবলিউ নিউজ, ইউরোপ ব্যুরো চিফ। সরকার মোখলেছুর রহমান, দৈনিক আজকের কুমিল্লা, স্টাফ রিপোর্টার। সোহেলা আক্তার বিপ্লবী, দৈনিক আলোকিত দেশ, ভেনিস প্রতিনিধি। মুহাম্মদ জিয়াউর রহমান খান, এম কে টেলিভিশন, ইতালি প্রতিনিধি। ইসমাইল হোসেন স্বপন, দৈনিক আমাদের সময়, ইতালি প্রতিনিধি। শাইখ আহমেদ, একাত্তর লাইভ ডট কম, ইতালি প্রতিনিধি। মোহাম্মদ উল্লাহ সোহেল, দৈনিক সবুজ নিশান, ইতালি প্রতিনিধি। নাজনীন আখতার, ইঅন টিভি, নর্থ ইতালি প্রতিনিধি। আবু সাঈদ মোহাম্মদ রিয়াজ, প্রবাস বিডি ডট নিউজ, সম্পাদক। মোহাম্মদ ফরিদুল ইসলাম, দৈনিক প্রথম বাংলাদেশ, মনফালকোনে প্রতিনিধি। ইসমাইল হোসেন, কারেন্ট স্বদেশ বিদেশ, মনফালকনে প্রতিনিধি। শেখ মোহাম্মদ কামরুল রশিদ, শিকড় টিভি, ভেনিস প্রতিনিধি। মোহাম্মদ জাকির হোসেন, ইউরো বাংলা টিভি, ভেনিস প্রতিনিধি। আইরিন সাজিয়া, দৈনিক আলোকিত কন্ঠ, মনফালকনে প্রতিনিধি। আরিফুজ্জামান, বাংলাদেশ দিনকাল, মনফালকনে প্রতিনিধি। আফরিন খানম, দৈনিক অনুসন্ধান, মনফালকনে প্রতিনিধি। রফিকুল ইসলাম, দৈনিক অনুসন্ধান, ত্রেভিজো প্রতিনিধি। অহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ দিনকাল, ত্রেভিজো প্রতিনিধি। ইসরাত জাহান পাপিয়া, দৈনিক আলোকিত দেশ, মনফালকনে প্রতিনিধি। সিরাজুল হক ভুইয়া, মুন্সীগঞ্জ বার্তা, ইতালি প্রতিনিধি। মুন্তাসির বিল্লাহ চৌধুরী, ফেনির তালাশ, ইউরোপ প্রতিনিধি। এসকে, এমডি জাকির হোসেন সুমন, যমুনা টিভি, ইতালি প্রতিনিধি। এম এম রহমান, সময় টিভি। মোহাম্মদ জুম্মন অনিক, ৭১ টিভি। হাফিজা আক্তার নাসরিন, বিঅন টিভি। মোহাম্মদ আসলাম উজ্জামান, আর টিভি। মোহাম্মদ আবু নাঈম ভূঁঞা, ইতালিয়ান প্রবাসী চ্যানেল। টিসা সুলতানা, ইতালিয়ান প্রবাসী চ্যানেল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন