English

31.7 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

গরমে ত্বকের যত্ন নেবে যে পাতা

- Advertisements -
গরমে শরীর ও স্বাস্থ্য ঠিক রাখতে আমরা অনেকে জিনিসের সাহায্য নিই। তেমনি একটি উপাদান হচ্ছে তুলসী। এই তুলসী একাধিক কাজে ব্যবহার করা যায়। শুধু শরীর ঠিক রাখতেই নয়, ত্বকের পরিচর্যাসহ একাধিক কাজে ব্যবহার করা যায় এই তুলসী পাতা।
হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে ব্যবহার করা হচ্ছে তুলসী পাতা। ঔষধি গুণে ভরপুর এই পাতা মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি-মাইক্রোবিয়াল, যা ত্বকের যেকোনো সংক্রমণ দূরে রাখতে সাহায্য করে। মাথা ধরে থাকলে তুলসী পাতা পানিতে ফেলে ফুটিয়ে ভাপ নিলেও কাজে দেয়। গলা খুচখুচ করলেও কাজে আসে এই টোটকা।
এ ছাড়া তুলসী পাতা পানিতে ফেলে চা বানিয়ে খান। এতেও অনেক উপকার হবে। 

ব্রণ সারাতেও কাজে আসে তুলসী পাতা। তুলসী পাতা আর নিমপাতা ভালো করে ধুয়ে নিন।

এবার তা পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এই পাতা একসঙ্গে বেটে এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এভাবে প্রতিদিন সকালে মুখ পরিষ্কার করলে সাত দিনের মধ্যে ব্রণের সমস্যা কমে যাবে।

তুলসী পাতা, ওটস, মধু আর হলুদ একসঙ্গে পিষে নিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ৫ মিনিট। শুকিয়ে এলে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। তবে সপ্তাহে তিন দিনের বেশি এই স্ক্রাব ব্যবহার করবেন না। মুখ থেকে কালো দাগ ছোপ দূর করতেও কাজে আসে তুলসী পাতা।

কাঁচা হলুদ, মধু আর তুলসী পাতা নিয়মিত বেটে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। এতেও কাজ হবে। তুলসী পাতা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার এই পানি ছেঁকে নিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে ভরে রাখুন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পানি মুখে স্প্রে করুন। দেখবেন ত্বকের হারানো জেল্লা ফিরে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mg0g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন