English

26 C
Dhaka
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
- Advertisement -

এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল বার্সেলোনা

- Advertisements -

বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো ম্যাচে খেলতে পারছেন না। চোট থেকে ফেরার পথে নতুন করে সমস্যা দেখা দিয়েছে তার হ্যামস্ট্রিংয়ে। শুক্রবার স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

প্রায় এক মাস ধরে চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। তবে এল ক্লাসিকোয় তিনি ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে এবার জানা গেল আসন্ন আন্তর্জাতিক ফুটবলের বিরতি পর্যন্তও তাকে পাওয়া নাও যেতে পারে। তিনি সর্বশেষ খেলেছিলেন ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে বার্সার ২–০ গোলের জয়ে।

বার্সার ইনজুরি তালিকা দিন দিন বড় হচ্ছে। রবার্ট লেভান্ডভস্কি, হোয়ান গার্সিয়া, গাভি, দানি অলমো ও মার্ক-আন্দ্রে টের স্টেগেনও বার্নাব্যু সফরে থাকছেন না। অন্যদিকে জুলস কুন্দে ও আন্দ্রেস ক্রিশ্চেনসেনের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ম্যানেজার হানসি ফ্লিকও মাঠের পাশে থাকতে পারবেন না। লাল কার্ডের শাস্তির বিরুদ্ধে আপিল ব্যর্থ হয়েছে তার। ফলে সহকারী কোচ মার্কাস সর্গ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করবেন।

লা লিগার শীর্ষ দুই দল এই মৌসুমে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে। নয় ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে। তাই এই ম্যাচের ফল শিরোপা লড়াইয়ে বড় প্রভাব ফেলবে।

রিয়ালের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনা খেলবে এলচে, ক্লাব ব্রুজ ও সেল্তা ভিগোর বিপক্ষে। এরপর আন্তর্জাতিক বিরতির কারণে ক্লাব ফুটবলে বিরতি পড়বে। রাফিনিয়ার ফেরার সুনির্দিষ্ট তারিখ জানায়নি ক্লাব, তবে ধারণা করা হচ্ছে, তাকে ফিরতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে।

বার্সেলোনা সতর্কভাবে তার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। কারণ হ্যামস্ট্রিং চোটের ক্ষেত্রে দ্রুত ফেরা ঝুঁকিপূর্ণ হতে পারে, যা পুরোনো চোট ফেরার আশঙ্কা বাড়িয়ে দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mmu4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন