শেষ দিনের মত মিনায় তিনটি শয়তানকে কংকর নিক্ষেপ করছেন হাজিরা। কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে।
বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করেছেন ৮৭ হাজার ১৫৭ জন।এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হ্জ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আাইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n0bx