টাঙ্গাইলের সখীপুরে বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৯) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনায় স্বীকার হয়ে গুরুতর আহত হন। সে উপজেলার বহুরিয়া গ্রামের মৃত নছর আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নলুয়া বাজার থেকে দুপুরে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল সিরাজুল ইসলাম। রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ছেলে কাশেম মিয়া জানায়।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. এইচ.এম লুৎফুল কবির বলেন, লাশ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n6nz
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন