English

26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
- Advertisement -

ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের হতে পারে ‘যাবজ্জীবন কারাদণ্ড’

- Advertisements -

ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের জন্য নতুন আইন জারি করেছে রাজ্য সরকার। কোনো কুকুর যদি পরপর দুইবার অকারণে পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে রাখা হবে, অর্থাৎ ওই কুকুরের ‘যাবজ্জীবন কারাদণ্ডের’ শাস্তি হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, নতুন এ আইনে কোনো পথচারীকে কুকুর কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

পরে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে তার আগে মাইক্রোচিপের মাধ্যমে কুকুরের পরিচয় ও অবস্থান রেকর্ড করা হবে।

একই কুকুর যদি দ্বিতীয়বার অকারণে কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে।

রাজ্যের প্রধান সচিব অমৃত অভিজাত জানান, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কি না তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে।

এতে থাকবেন একজন ভেটেরনারি চিকিৎসক, প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের কর্মকর্তা। 

তবে কুকুরের ‘যাবজ্জীবন কারাদণ্ড’ থেকে মুক্তির বিধান আছে আইনে। কেউ দত্তক নিলে তবেই মিলবে মুক্তি। তবে শর্ত দেওয়া হয়েছে— প্রাণী কেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে, সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না।

একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। 
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n7fd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন