মুন্সিগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।এ উপলক্ষ্যে বিকেল ৩টায় শহরের রয়েল ক্লাবের মিলনায়তনে এক আলোচোনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই এর মুন্সিগঞ্জ জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও সংগঠক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচোনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি এডভোকেট মোঃ প্রিন্স,সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ লিটন সর্দার,সাংগঠনিক সম্পাদক রাজমল্লিক,দুর্ঘটনা সম্পাদক মোঃ লিটন শেখ,অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,কার্যকরী সদস্য মাওলাদ হোসেন,কার্যকরী সদস্য মোঃ নাজমুল হোসেন,সাংবাদিক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ।
এছাড়া নিরাপদ সড়ক চাই(নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাছাড়া তার সহধর্মিনী জাহানারা কাঞ্চনের আত্মার শান্তি কামনা করেও দোয়া করা হয়।
এ ছাড়া এ যাবতকাল সড়ক দুর্ঘটনায় নিহতদের সম্মানে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহরে একটি রেলী বের করা হয়।
