English

25 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

বাসের ড্রাইভারের লাইসেন্স আছে কি না, দেখার কেউ নেই: সংসদে কাজী ফিরোজ

- Advertisements -

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা যাচ্ছে। একটি মানুষ মারা যাওয়া মানে একটি পারিবার ধ্বংস হয়ে যায়। তাদের সমস্ত আশা ভরসা নস্যাৎ হয়ে যায়। কিন্তু একজন বাসের ড্রাইভারের লাইসেন্স আছে কি না, ফিটনেস আছে কি না, এসব দেখার কেউ নেই। যদি দেখা হতো তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত।’

তিনি বলেন, ‘কিন্তু এসব বাস মালিকের বিরুদ্ধে কিছু শাস্তি হয় না। এসব বাসের মালিক কারা- মালিকরা হচ্ছেন আমাদের কিছু পুলিশ অফিসার, রাজনৈতিক ব্যক্তি ও আমাদের সঙ্গে বসে আছেন জাপার চিফ হুইপ রাঙা সাহেব, উনি ভাল ভাবে বলতে পারবেন- এসব বাসের মালিক কারা? এ কারণে দুর্ঘটনা ঘটলে এসব বাসের কিছু হয় না। আর এসব বাসের ড্রাইভারদের কোনো লাইসেন্স নেই, হেল্পারদের কোনো ট্রেনিং নেই। সিগন্যাল বোঝে না, বাস ডানে যাবে না বামে যাবে তা কেউ বুঝতে পারে না।’

Advertisements

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব জাতীয় সংসদের ২১তম অধিবেশনে সোমবারের বৈঠকে তিনি এসব কথা বলেন।

কাজী ফিরোজ রশীদ আরো বলেন, ‘এসব ড্রাইভারের এত বছরে আমরা শিক্ষিত করতে পারলাম না। তাহলে আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, তা কীভাবে বাস্তবায়ন সম্ভব হবে? আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমাদের দেশে মহাসড়কে ভটভটি, পটপটি, মোটরসাইকেল, ট্যাম্পু কত কিছু যে এক সঙ্গে চলে তা ভাবা যায় না। আমাদের পাশ্ববর্তী দেশে কি এসব হচ্ছে, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কি আছে?’

Advertisements

তিনি আরো বলেন, ‘বিশ্বের কোনো দেশে মহাসড়কে ভটভটি পটপটি চলে না। এদের কোনো ব্রেক নেই। এসব কারণে দেশে গত বছর ১০ হাজার মানুষ মারা গেছে আর ১৪ হাজার মানুষ আহত হয়েছে। তাদের পরিবারের দায়িত্ব কি রাষ্ট্র নেবে? নেবে না।’

এসময় তিনি ডিসিদের এসব দায়িত্ব দেওয়া না হলে দুর্ঘটনা কমাতে পারবো না বলে উল্লেখ করেন। কাজী ফিরোজ রশীদ বলেন, ‘এখন থেকে ডিসিদের দায়িত্ব দিতে হবে, তাদের বলতে হবে আপনার জেলায় কতগুলো বাস আছে, ট্রাক আছে, অন্য গাড়ি আছে, তাদের ফিটনেস আছে কি না, দেখতে হবে? ড্রাইভারদের লাইসেন্স আছে কি না, তা দেখার দায়িত্ব দিতে হবে। তা না হলে আমরা কিন্তু দুর্ঘটনা কমাতে পারবো না- মানুষও মারা যাবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার এলাকায় অনেক রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, ছোট ছোট সুন্দর রাস্তা বিলের মধ্যে, কিন্তু সেখান দিয়ে রাতে টাকা খেয়ে ভারী ট্রাক চলছে? কারা এসব দেখবে? বিলের মধ্যে বিশ টনের ট্রাক চলে, রাস্তা নষ্ট হয়, সংস্কার করবে কে ? এসব চললে সড়ক নষ্ট হয়ে যাবে। ডিসি, ইউএনও কারো কাছে কোনো টাকা নেই মেরামত করার।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন