কয়েক মাস আগেও অভিনয়ে ব্যস্ত ছিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। মাসের প্রায় ২০ দিন কাজ করতেন; কিন্তু গত কয়েক মাসে সেই চিত্র পালটে গেছে। আড়াই মাস ধরে এই অভিনয়শিল্পীর কাজ একেবারে কমে গেছে। তা নিয়ে নিজের ফেসবুকে পোস্ট ক্ষোভ প্রকাশ করেছেন মৌ শিখা। সেখানে তিনি লিখেছেন, ‘নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা করছে।’
মৌ শিখা লিখেছেন, ‘অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম; কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।’
তিনি লেখেন, ‘আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে, আহারে নারী তো কত ভালো ছিল, কত সহজ–সরল ছিল, কারও সাতপাঁচে ছিল না; কারও সামনে–পেছনে ছিল না। আহা রে নারীর আত্মা শান্তি পাক; কিন্তু তাতে কি লাভ হবে আমার, বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে; কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব। আমি জানি না; তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই।’
দীর্ঘ ২৫ বছরে একই পারিশ্রমিকে এবং সমানতালে কাজ করছেন; কিন্তু হঠাৎ কাজ কমে যাওয়ায় উদ্বিগ্ন উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘হঠাৎ কেন কাজ কমে গেল! কেন আমাকে পরিচালকেরা ডাকছেন না, মনে করছেন না কেন। তাদের গল্পের চরিত্রের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার সম্মানী বাড়াইনি।’
২৫ বছর যাবৎ বিনোদন অঙ্গনে কাজ করছেন, সম্মানী সেই পাঁচ হাজার টাকা উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘এখনো আমার রেমুনারেশন মাত্র পাঁচ হাজার টাকা। এটাও কি খুব বেশি? যাহোক যত দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন, তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। এক শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন।’