“নিরাপদ সড়ক চাই” (নিসচা) বরিশাল জেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু হয়েছে। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে আজ [০৭.১০.২০২৫] মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপাশা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা: তাহমিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য মো. নজরুল ইসলাম বাবলু। কর্মসূচীর নেতৃত্ব দেন নিসচা বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমীন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক বি.এম. শহীদুল ইসলাম মাখন । এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বরিশাল জেলা কমিটির সহসাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবু হানিফ ও অধ্যাপক জ্যোতির্ময় রায় ,সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. আকতার হোসেন নিজাম, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাজিফা সোমা, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবীন, নির্বাহী কমিটির সদস্য মো. রায়হান ইসলাম টিটুসহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোসা: তাহমিনা আক্তার বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন- “গাছ আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এটি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। নিসচা বরিশাল জেলা কমিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
নিসচা বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমীন তাঁর বক্তব্যে বলেন, “আমরা শুধু সড়কের নিরাপত্তা নিয়েই কাজ করি না, পরিবেশ রক্ষায়ও আমরা বদ্ধপরিকর। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন দেখি।”
সাধারণ সম্পাদক অধ্যাপক বি.এম. শহীদুল ইসলাম মাখন জানান, এই কর্মসূচির আওতায় বরিশাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের পরিচর্যার উপরও গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় এবং পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nl9m