English

26.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

অ্যাকশন নাকি রোমান্টিক, ‘কিং’ সিনেমা কেমন হবে জানালেন শাহরুখ

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশাহ শাহরুখ খানের পরবর্তী সিনেমার নাম ‘কিং’। মাস খানেক আগেই জানা গিয়েছিল, নির্মাতা সুজয় ঘোষের পরবর্তী এই সিনেমাতেই দেখা যাবে কিং খানকে। সঙ্গে থাকবেন নায়কের মেয়ে সুহানা খানও।  এবার শাহরুখ নিজেই মুখ খুললেন নতুন সিনেমা নিয়ে।

জানালেন, অ্যাকশন নাকি রোমান্টিক- কোন ঘরনার গল্পের ছবি হবে এটি।  সদ্যই লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান। এরপরই তিনি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সিনেমার আপডেট দেন।

জানান, বর্তমানে এই ছবি আন্ডার প্রোডাকশনে রয়েছে। পাশাপাশি এটাও জানালেন, ‘কিং’ শুধু অ্যাকশন সিনেমা নয়, বরং অনেক বেশি ইমোশনাল ও কুল একটি ছবি। যা সবাই উপভোগ করতে পারবে। শাহরুখের কথায়, সিনেমাটির নাম ‘কিং’ রাখা হয়েছে। পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি একটি অ্যাকশন ছবি।

তবে শুধুই যে অ্যাকশন এমনও নয়। এখানে ইমোশন, কুলনেস সবকিছু মিশেল আছে। যে কারণে আমি বিশ্বাস করি এটি একটি আকর্ষণীয় সিনেমা হতে চলেছে।  শাহরুখ আরও বলেন, গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই ছবি বানাতে পারবেন। ছবিটি সবার ভালো লাগবে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন এবং সুহানা খানকেও।

সিনেমায় শাহরুখকে ডনের চরিত্রে দেখা যেতে পারে।  উল্লেখ্য, মায়া মেমসাব ছবি দিয়ে বলিউডে পা রাখেন শাহরুখ। এরপর তিনি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, কাল হো না হো, বীর জারা, চক দে ইন্ডিয়া, ওম শান্তি ওম, মাই নেম ইজ খান, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া পাঠান এবং জওয়ান ছবিটি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। সবশেষ ডাঙ্কি সিনেমাও ভালো ব্যবসা করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nrgw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন