নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাকে তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও শেখ হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন-হয়রানী করেছে। আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাতো।
শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘শেখ হাসিনা যা চেয়েছিল, আমি তা করিনি। বিভিন্ন সময় মন্ত্রী ও বিভিন্ন লোক আমার কাছে যেত; কিন্তু আমি তাদের কথায় সাড়া দেইনি। কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে’। এখন আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তার ছেলে আমাদের নেতা তারেক রহমানের আদর্শ নিয়ে। আমার মূল লক্ষ্যই হলো আমার নির্বাচনী এলাকার যুবসমাজকে বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।’
বাবর বলেন, ‘সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়ামুক্ত করতে হবে। আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক কারবারি দেখতে চাই না। কোনো মাদকাসক্ত দেখতে পেলে তাকে ধরে আগে নগদ নারায়ণ দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। কেউ তদবির করতে এলে, তাকে আগে ধরবেন; কোনো ছাড় দেবেন না।’
তিনি আরও বলেন, ‘সবাইকে স্বাবলম্বী হয়ে আত্মনির্ভরশীল হতে হবে, কারিগরী দক্ষতা অর্জন করতে হবে। এজন্য প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই আপনার নিজ লক্ষ্যে পৌঁছতে পারবেন, ইনশাআল্লাহ।’
এ সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপির সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
