কারোনাভাইরাতের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। অন্যদিকে, চীনের সাথে চলছে বিরোধ। এমন পরিস্থিতেতে চীনের তৈরি ৫ লাখ এন৯৫ মাস্ক আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা কর্মকর্তারা। শিকাগোতে মাস্কগুলো আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেল কর্মকর্তাগণ।
চীন থেকে পাঠানো এই ৫ লাখ মাস্ক গেল ১০ সেপ্টেম্বর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। মাস্কগুলো নিউ জার্সির মানালাপান নামের একটি কোম্পানির কাছে নেওয়া হচ্ছিলো। যার মূল্য প্রায় সাড়ে ২৫ কোটি টাকা।
মাস্কগুলোর বিষয়ে শিকাগো সীমান্ত অঞ্চলের কর্মকর্তা শান ক্যাম্পবেল বলেছেন, ‘মাস্কগুলো যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী নয়। এগুলো বাজারে গেলে এর মাধ্যমে জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের নিরাপত্তার ঝুঁকি আছে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এগুলো আটকে দেওয়া হয়েছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nsx9
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন