English

34.7 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
- Advertisement -

দেশের মাটিতে বিদায়ী ম্যাচে মেসির জোড়া গোল, সহজ জয় আর্জেন্টিনার

- Advertisements -

মনুমেন্টাল স্টেডিয়ামে যেন এক ইতিহাসের সাক্ষী হলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন জোড়া গোল করেন মেসি। এছাড়াও লাউতারো মার্টিনেজের এক গোলে ৩-০ ব্যবধানে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা। পুরো ম্যাচে আধিপত্য দেখানো আর্জেন্টিনা প্রথম হাফে একটি এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করে। প্রথম গোলটি আসে মেসির পা থেকেই।

ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিলেন মেসি। তবে সময় যত গড়িয়েছে, মেসি ততটাই স্বরূপে ফিরেছেন। ৩৯তম মিনিটে মনুমেন্টালে হাজির ৮০ হাজারের মতো দর্শককে উল্লাসে মাতান এলএমটেন। হুলিয়ান আলভারেজের পাস থেকে বাম পায়ে প্রথমে বলটাকে নিজের আয়ত্বে নেন মেসি, এরপর দারুণ এক চিপে বলটা জড়ান জালে।

এরপর প্রথম হাফে আরও কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি আলবিসেলেস্তারা। ম্যাচের ৭৪তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন লাউতারো। মাঠে নামার চার মিনিটের মাথায় গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ৭৮তম মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ।

৮০তম মিনিটে আবারও মেসির গোল। আলমাদার পাস থেকে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। ৮৯তম মিনিটে আরেকটি গোল করেছিলেন তিনি। তবে ভিএআরের সাহায্যে গোলটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিরা।

২০ বছর আগে এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। দিনটা ছিল ২০০৫ সালের ৯ অক্টোবর। প্রায় দুই দশক পর এই একই মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের শুরুটা করলেন মেসি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nzpx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন