English

26 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

বাসনপত্রে লেগে থাকা স্টিকার ও আঠা তুলবেন যেভাবে

- Advertisements -

নতুন বাসনপত্র দেখলে অনেক কিনে থাকেন। সুন্দর ডিজাইন, চকচকে রং-সব মিলিয়ে কিনে ফেলতে ইচ্ছে করে। কিন্তু আনন্দটা মাটি হয়ে যায় বাসনের গায়ে লেগে থাকা স্টিকার তুলতে গিয়ে। কাগজের অংশটা তুলনামূলক সহজে উঠলেও স্টিকারের আঠা সহজে যেতে চায় না। সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুলেও অনেক সময় আঠার দাগ থেকেই যায়।

এই সমস্যা শুধু স্টিলের বাসনে নয়-কাচ, প্লাস্টিক, এমনকি কাঠের জিনিসেও দেখা দেয়। তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু সহজ উপায়েই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক স্টিকার ও আঠা তোলার সহজ কৌশল-

১. গরম পানির ব্যবহার
একটি পাত্রে গরম পানি নিন। যে বাসন বা জিনিস থেকে স্টিকার তুলতে চান, সেটি পানিতে ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পানি ফেলে হাত দিয়ে বা স্ক্রাবার দিয়ে আলতো করে ঘষলেই স্টিকার ও আঠা উঠে যাবে। তাপের কারণে আঠা নরম হয়ে যায়, ফলে কোনো দাগও থাকে না।

২. হেয়ার ড্রায়ার
স্টিকারের উপর সামান্য গরম বাতাস দিলেই আঠা ঢিলে হয়ে আসে। হেয়ার ড্রায়ারটি কম তাপে রেখে স্টিকারের উপর কিছুক্ষণ চালিয়ে নিন। আঠা নরম হলে স্ক্রাবার বা কাপড় দিয়ে মুছে ফেলুন। খুব বেশি গরম করবেন না।

৩. ভিনিগার
রান্নাঘরের ভিনিগারও এই কাজে দারুণ কার্যকর। স্টিকার বা আঠার দাগের উপর কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই আঠার দাগ উঠে যাবে। স্টিল ও কাচের পাত্রে এটি বিশেষভাবে ভালো কাজ করে।

৪. নেলপলিশ রিমুভার
স্টিকার তুললেও যদি আঠার দাগ থেকে যায়, তখন নেলপলিশ রিমুভার কাজে লাগাতে পারেন। তুলোর বলে রিমুভার নিয়ে আঠার উপর আলতো করে ঘষুন। ধীরে ধীরে দাগ মিলিয়ে যাবে।

৫. রান্নার তেল
ঘরের সবচেয়ে সহজ সমাধান হতে পারে রান্নার তেল। স্টিকারের উপর ও চারপাশে সামান্য তেল লাগিয়ে নিন। পুরোনো টুথব্রাশ বা নরম ব্রাশ দিয়ে ঘষুন। এরপর গরম পানিতে ধুয়ে ফেলুন। যে কোনো ধরনের পাত্রেই এই পদ্ধতি কাজে আসে।

এই সহজ কৌশলগুলো মেনে চললে নতুন বাসনপত্রের সৌন্দর্য নষ্ট না করেই সহজে স্টিকার ও তার আঠা তুলে ফেলতে পারবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o5wc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন