এম জামাল হোসেন মন্ডল: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার (২২অক্টোবর ২০২৫) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখা।
নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারী ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (টিএনও) জনাব মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আলম।
সকাল ১১ টায় টঙ্গীবাড়ী থানা গেট হইতে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয় এবং টঙ্গীবাড়ী বাজার প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা পরিষদের গেটে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ,এতে সঞ্চালনায় ছিলেন নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু।
আলোচনায় সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য নানা বিদ কর্মসূচি গ্রহণ করা হয় ।এ সময় আরো উপস্থিত ছিলেন নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী সাংগঠনিক সম্পাদক সাত্তার হোসেন নয়ন প্রচার সম্পাদক জসিম শেখ সমাজ কল্যাণ সম্পাদক বাবুল শেখ,কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, মোঃ শাকিল হোসেন,মোঃ মোক্তার হোসেন,কাজী তামিম, আব্দুল মজিদ, আক্কাস বেপারী বিপু মাদবর,ইয়াসিন শেখ সহ নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সদস্যগণ।