সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বাংলাদেশের লোকসংস্কৃতির অন্যতম সমৃদ্ধ অঞ্চল হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ গীতিকার তীর্থভূমি খ্যাত এ অঞ্চলের মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কেনারাম, ঈশা খাঁ, বীরাঙ্গনা সখিনা, কাজলরেখা, ভেলুয়া সুন্দরীসহ আরো অনেক লোকজ ঐতিহ্য বাংলাদেশকে সমৃদ্ধ করার পাশাপাশি সারাবিশ্বে সমাদৃত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে বিশ্বদরবারে সুপ্রতিষ্ঠিত করার পেছনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আজ সকালে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাত, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ময়মনসিংহ গীতিকা ৭২ বছর পর পুনঃপ্রকাশ, ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বিভিন্ন সময়ে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসব আয়োজন প্রভৃতি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের অবিস্মরণীয় কীর্তি। এছাড়া ২০০৫ সালে ঢাকায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন আয়োজনের কৃতিত্ব বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. শাহাদৎ হোসেন খান হিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ মোস্তাফিজুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী ও ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো. সুরুজ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামিম রেজা। সূচনা বক্তৃতা করেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুন নূর খোকা।
পরে (সন্ধ্যায়) প্রতিমন্ত্রী বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক প্রয়াত রাহাত খান এবং ফোরামের সাবেক উপদেষ্টা, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. আব্দুল হান্নান খান স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেন।
‘ময়মনসিংহের লোকসংস্কৃতিকে বিশ্বদরবারে সুপ্রতিষ্ঠিত করার পেছনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের অবদান গুরুত্বপূর্ণ’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/oa2l
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন