English

30.8 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫
- Advertisement -

সত্যিকার অর্থে ‘গ্যাঞ্জাম’ কোথায় নাই?

- Advertisements -

ইহা যেন ঈশপের গল্পের মতোই। সিংহ খাইবে হরিণশাবককে। তাহারা একই নদীর তীরে দাঁড়াইয়া জল পান করিতেছিল। সিংহ হুংকার ছাড়িল, ‘রে পুচকে, এত বড় সাহস! আমার পানি ঘোলা করিতেছিস?’ হরিণশাবক ভাটিতে দাঁড়াইয়াছিল। পানি ঘোলা করিবার সুযোগ তাহার নাই। কিন্তু হরিণশাবককে ধরিতে সিংহের তো একটি অজুহাত চাই। এই সিংহের মতো রাজধানীতে একধরনের গ্যাঞ্জাম পার্টি রহিয়াছে, যাহারা ‘ধাক্কা দিলি ক্যান?’ বলিয়া ঝগড়া বাধাইয়া ছিনতাই করিতেছে নিরীহ পথচারীদের নিকট হইতে।

ইত্তেফাকে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হইয়াছে, গ্যাঞ্জাম পার্টির হোতা গ্রেফতারকৃত রাজুর ৮-১০ জনের একটি দল রহিয়াছে। তাহারা রাতে ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডা দিয়া থাকে। অতঃপর কোনো পথচারীকে একা পাইলে তাহার সঙ্গে গ্যাঞ্জাম পার্টির একজন পরিকল্পিতভাবে ধাক্কা খায়। তাহার পর বলে, ‘এই, আমারে ধাক্কা দিলি ক্যান?’ শুরু হইয়া যায় ঝগড়া। এই সময় বাকিরাও আশপাশ হইতে আসিয়া পথচারী সাজিয়া দলের সদস্যের পক্ষ নেয় এবং শিকারি ব্যক্তিকে মারধর শুরু করে। ইহার পর ঐ একলা পথচারীর নিকট হইতে টাকাপয়সা, মোবাইল ফোন হাতাইয়া লইয়া পালাইয়া যায়। কোনো গাড়িচালককে একা দেখিলেও গ্যাঞ্জাম পার্টির একজন ইচ্ছাকৃতভাবে গাড়ির সঙ্গে ধাক্কা খাইয়া ‘আমাকে ধাক্কা দিলি ক্যান’ বলিয়া ঝগড়া লাগাইয়া দেয়। অতঃপর একই কায়দায় তাহার নিকট হইতে ছিনতাই করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ojwg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ত্বক কেন ঝুলে পড়ে?

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন