নাসিম রুমি: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন। লাগাতার মা হওয়ার গুজব ছড়িয়ে যাচ্ছেন নেটিজেনরা। এ ট্রল হওয়া সত্ত্বেও এতদিন নীরবে তা সহ্য করেছেন অভিনেত্রী। এবার আর চুপ থাকতে নারাজ তিনি। মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান চান বুবলী।
অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন অভিনেত্রী। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই জানান বুবলী।
অভিনেত্রী বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। সহকর্মীদের অনেকে আগেই আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
তিনি বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে— এটি করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার কখনই থামবে না।
অভিনেত্রী বলেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন, যা খুবই দুঃখজনক। তিনি বলেন, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করছে। ইতিমধ্যে আমি সব প্রস্ততি গ্রহন করেছি।অচিরেই আইনি পদক্ষেপ নিবো।
