English

28 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

ধামরাইয়ে ঈদ যাত্রায় নিসচা’র ৩ দিনের ট্রাফিক কর্মসূচি পালন

- Advertisements -

ধামরাই ঢাকা: ঈদ যাত্রাকে কেন্দ্র করে নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই উপজেলা শাখার ট্রাফিক কর্মসূচি পালন করেছে। ৪ জুন হতে ৬ জুন শুক্রবার পর্যন্ত এ কর্মসূচি পালন করছে নিসচা’র সদস্যরা।

জানা গেছে, সড়কে যানজট নিরসনের জন্য পুলিশ,সেনাবাহিনীর পাশাপাশি সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার সদস্যরা এ কাজে ব্যাপক সহযোগীতা করেছেন।

নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় নির্দেশক্রমে প্রতি বছরের যাত্রাকে নির্বিঘ্ন করতে সারাদেশে বিভিন্ন শাখা গুলো সড়কে যানজট নিরসনে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করেন। তারই ধারাবাহিকতায় নিসচা ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়ক এবং কালামপুর মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতৃবৃন্দরা ট্রাফিক কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে নিসচা ধামরাই শাখার সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশক্রমে আমাদের সভাপতি এম.নাহিদ মিয়ার নেতৃত্বে এ কর্মসূচি আমরা বাস্তবায়নে পালন করে যাচ্ছি। এছাড়াও টিমের দায়িত্ব প্রাপ্ত হিসেবে বিভিন্ন নির্দেশনা দিয়ে কাজ সম্পাদন করেছে শাখার সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল হক মুন্না এবং যুব বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।

উক্ত কর্মসূচির মুল চ্যালেঞ্জ হচ্ছে আমরা উল্টো পথে চলাচল বন্ধ ব্যবস্থাসহ জনসাধারণের চলাচলের জন্য সার্বিক পরিস্থিতি মোকাবিলা করছি। এতে স্থানীয় সকলের সমর্থনে ব্যাপক সারা পাচ্ছি।

এ কার্যক্রমকে ঘীরে পুলিশের রয়েছে বাড়তি নিরাপত্তা। ধামরাই থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি নিসচা’র স্বেচ্ছাসেবী সদস্যরা আমাদের ব্যাপক সহযোগীতা করছে। এবারের ঈদের অতিরিক্ত চাপ রয়েছে কিন্তু তবুও মানুষের মধ্য স্বস্থির দেখা গেছে। তবে নিসচা’র এমন উদ্যোগকে সাদুবাদ জানাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ojzm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন