English

36 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

- Advertisements -

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানে সারা দেশ ন্যায় দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসষ্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা ও দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালি পূর্বে এক সমাবেশে বক্তব্য রাখেন, নিসচা’র উপদেষ্টা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, হাইওয়ে ট্রাফিক ইন্সপেক্টর ফরিদুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো: নুরু জালাল প্রধান, পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিসচা সদস্য মোসাম্মৎ শেলিনা আক্তার, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন প্রধান, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত নিসচা সদস্য মতিন সৈকত, নিসচা’র পৃষ্টপোষক মো: কামাল উদ্দিন, নিসচা’র পৃষ্টপোষক নূর মোহাম্মদ শাহজালাল, সৃষ্টি’র সভাপতি নিসচা সদস্য মো: সফিকুল ইসলাম, দাউদকান্দি শুভ সংঘের সভাপতি নিসচা সদস্য ডা: মোজাম্মেল হক, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মো: রকিব উদ্দিন, লাল-সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল, গৌরীপুর মাইক্রোবাস চালক সমিতির সভাপতি মো: মহিউদ্দীন সহ নিসচা’র সদস্যবৃন্দ।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার অন্যতম সদস্য কবি মো. আলী আশরাফ খানের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল ও সদস্য সচিব আলমগীর হোসেন।
বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) সদস্য সাংবাদিক মো: হানিফ খান, শ্যামল মিত্র রায়, মাহমুদুল হাসান বাবু, মো: সাইফুল ইসলাম স্বপন, তুষার কান্তি ঘোষ, নারায়ণ বনিক, সাইদুল ইসলাম, মো: তারিকুল ইসলাম,শাহজালাল সরকার সাজু, মো: ইব্রাহিম সরকার, মো: আবুল হাসান ফারুক, মো: জসিম উদ্দিন জয়, মো: সোহেল মিয়া, মো: ইব্রাহিম খলিল ও মো: জাহিদ আলম ইমন এবং দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো: শাহাদাত হোসেন, সাব-ইন্সপেক্টর মো: সুলতান উদ্দিন, সাব-ইন্সপেক্টর আলীমুল আল রাজি, দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর মো: জিয়াউর রহমান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী সাব-ইন্সপেক্টর মো: ইয়াছিন, সাংবাদিক আবদুর রহমান ঢালী, কামরুল হক চৌধুরী, মো: আনিছুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কাউট দল।
র‌্যালিটি পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিন করে দাউদকান্দি প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাপ্ত করা হয়। পরে পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্ধুদ্ধ এবং বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জনসচেতনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন