English

28 C
Dhaka
শনিবার, মে ৪, ২০২৪
- Advertisement -

বড়লেখায় ঈদ উপলক্ষে নিসচা’র উদ্যোগে সড়কে সচেতনতামূলক ক্যাম্পেইন

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে সড়কে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। চলবে ঈদের আগেরদিন পর্যন্ত।

Advertisements

নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় মঙ্গলবার (৯ এপ্রিল) ১০’ম দিনের মতো পৌর শহরে অনুষ্ঠিত সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সচেতনতা মূলক কার্যক্রম সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সম্পন্ন হয়। এসময় যাত্রীদের নিরাপদ যাত্রায় উদ্বুদ্ধ করা হয়।

জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা নয়, অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা নয়, আপনার অপেক্ষায় আপনার স্বজন বিভিন্ন স্লোগানে চালক, যাত্রী, পথচারীদের সচেতন করেন নিসচা কর্মিরা।

Advertisements

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় কিছু পরামর্শ সবার মাঝে পৌছে দিচ্ছে নিসচা বড়লেখা শাখা যেমনঃ- পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ, ট্রাক্টর, নসিমন, বটবটি ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করবেন না। রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং ব্যবহার করুন অথবা যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হউন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং করবেন না, এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার খাবেন না।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার রমজান মাসব্যাপী চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। ঈদের আগের দিন পর্যন্ত ধারবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন