English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

সড়ক নিরাপত্তা বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে বড়লেখায় নিসচার সাইনবোর্ড স্থাপন

- Advertisements -
Advertisements

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতা তৈরির অংশ হিসেবে জনস্বার্থে সড়ক নিরাপত্তা বিষয়টি কয়েক বছর থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনারোধে নিসচা চেয়ারম্যানের দাবির পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের উপজেলা পরিষদ চত্ত্বরে জনস্বার্থে সাইনবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য মো. জমির উদ্দিন, জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisements

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দাবির প্রতি সাড়া দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখাতে প্রায় দুই বছর পুর্বে শিক্ষকদের প্রতি আহবান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাড়া দেশে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ চলমান রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন