English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন দাবিতে নিসচা আশুলিয়া শাখার সংবাদ সম্মেলন

- Advertisements -

পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় , কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জনগনের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা কমিটি  উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল  ১০, ৩০ মিনিটে , আশুলিয়া রিপোর্টার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা আশুলিয়া থানা কমিটির সভাপতি জনাব শাকিল আহমেদ ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকেই ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ আইনটি এখনও বাস্তবায়িত হয়নি। আইনটির যথাযথ প্রয়োগে বাঁধা কোথায়? এই প্রশ্ন এখন সকল মহলের।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ২০১৯ সালের ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার। প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় এর প্রয়োগ ছিল।, আমাদের চূড়ান্ত প্রত্যাশা দুর্ঘটনামুক্ত সড়ক, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা। যতদিন এটি পূরণ না হবে ততদিন নিরাপদ সড়কের কর্মীরা সড়কে আছি, থাকবো। আইন প্রয়োগ নিয়ে চলমান সংকট উত্তরণে আইনটি যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই।
আমরা আশাবাদী এই আইনটি খুব শিগগির পূর্ণ বাস্তবায়ন করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , নিরাপদ সড়ক চাই ( নিসচা) আশুলিয়া থানা কমিটির, উপদেষ্টা জামাল উদ্দিন ,সহ-সভাপতি খন্দকার আলমগীর হোসেন নিরব, অর্থ সম্পাদক শাহ জালাল , সদস্য আবদুর রশিদসহ নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল খান। মোঃ বাবুল আহমেদ, সহ-সভাপতি আশুলিয়া রিপোর্টার্স ক্লাব, অর্থ সম্পাদক রিপন মিয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন