English

28 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
- Advertisement -

টরন্টোয় গোলাপগঞ্জ ফাউন্ডেশনের নতুন সভাপতি সাব্বির চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক আবু জহির সাকিব

- Advertisements -

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো অন্টারিও, কানাডা এর নবনির্বাচিত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি জনাব সাব্বির চৌধুরী লিটন এবং জেনারেল সেক্রেটারী প্রকৌশলী আবু জহির সাকিব।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) রাতে টরন্টোর বাংলা টাউনের একটি রেস্টুরেন্টে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব মঈন উদ্দিন চৌধুরী এবং কমিশনার লায়েক আহমেদ চৌধুরী ও কমিশনার আরাফাত সুজন আহমদ।
নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, ভাইস প্রেসিডেন্ট জমসেদ মিশকাত এফ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মিজানুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারী এম জুবায়ের আহমেদ সিপিএ, অর্গেনাইজিং সেক্রেটারী আলী হোসেইন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী জাহেদুল ইসলাম, সোসাল ওয়েলফেয়ার সেক্রেটারী জুয়েল আহমদ এবং ইয়ুথ এন্ড স্পোটর্স সেক্রেটারী মোক্তার হোসেন বাহার।

নির্বাহী সদস্য হলেন, নওয়াজ চৌধুরী সাজু, আব্দুর রহমান, মিসবাহুল কাদির ফাহিম, মাহবুব চৌধুরী রণি, রিফাত আহমদ চৌধুরী, সাবির আহমদ শাহিন, কামরুল হাসান শাহান, মো. মনজুর আহমদ, সামিল সাদেক চৌধুরী, জবরুল ইসলাম, সেলিম আহমদ, ইউনুসুর রহমান সোহেল ও সাদ চৌধুরী।

কমিটি ঘোষণার পর বিদায়ী সভাপতি নওয়াজ চৌধুরী সাজুর সাভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক সাবির আহমদ শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রম, ঐতিহ্য, অগ্রগতি এবং দেশে চলমান প্রকল্পের অবস্থা বর্ণনা করে নতুন নেতৃত্বে সংগঠন আরো গতিশীল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে বিদায়ী ও নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কেক কাটেন। নতুন সভাপতি সবাইকে মিস্টিমুখ করান। ডিনারের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/osta
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন