English

28 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

‘যমজ’ নির্মাতার ছবিতে রাজ-তমা

- Advertisements -

নাসিম রুমি: দেশের ইতিহাসে অন্যতম দর্শকপ্রিয় নাটক ‘যমজ’। অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে এই নাটক নির্মাণে বাজিমাত করেছেন নির্মাতা আজাদ কালাম। এবার তিনি পরিচালনা করতে যাচ্ছেন চলচ্চিত্র। এটিই তাঁর প্রথম চলচ্চিত্র। যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী তমা মির্জা।

সিনেমাটির শিরোনাম ‘চক্র’। এটি নির্মাণ হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। ক্রাইম-থ্রিলার ঘরানায় এতে ফুটে উঠবে দেশের ইতিহাস-ঐতিহ্যের অকৃত্রিম মেলবন্ধন।

তবে এ সিনেমা সম্পর্কিত কোনো কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের কেউই।

এদিকে, ইনডিপেনডেন্ট ডিজিটালকে সিনেমাটির বিষয়ে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এক সূত্র। জানা যায়, ইতিমধ্যে চক্র’র প্রি-প্রোডাকশন চলছে। চুক্তিবদ্ধ হয়েছেন অভিনয়শিল্পীরাও। নিয়মমাফিক চলছে প্রস্তুতি। সেপ্টেম্বর মাসে এছবির কাজ শুরু হবে।

এতে শরীফুল রাজ ও তমা মির্জা ছাড়াও অভিনয় করছেন আফজাল হোসেন, রেহনুমা মোস্তফা, ঝুনা চৌধুরী, প্রাণ রায়সহ থিয়েটারের একঝাঁক তরুণ অভিনয়শিল্পী।

সূত্রের মাধ্যমে আরও জানা যায়, অভিনয়শিল্পী বাছাইয়ে এই সিনেমায় থাকছে বড়সড় চমক। রাজ-তমাদের সঙ্গে এতে বিদেশি একজন জনপ্রিয় অভিনেত্রীরও দেখা মিলবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে টিভি পর্দায় প্রচারে আসে আজাদ কালাম নির্মিত ‌‌‘যমজ’। যাতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যায় মোশাররফ করিমকে। প্রচারে আসার পরই নাটকটি লুফে নেন দর্শকরা। একে একে মুক্তি পেয়েছে এর বেশকিছু সিক্যুয়েল। সবশেষ প্রচারে এসেছে ‘যমজ ১৫’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oy1h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন