রংপুরে তিস্তা জোনে তারুণ্যের উৎসব জাতীয় ইয়্যুথ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
১৬ আগস্ট শনিবার বেলা ১১ টায় রংপুর বিভাগীয় ইনডোর স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব রবিউল ফয়সাল।
রংপুর জেলা ক্রীড়া অফিসার ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মাসুদ রানার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সন্মানিত কোষাধ্যক্ষ ও আন্তর্জাতিক কাবাডি রেফারি জনাব মনির হোসেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য ও জাতীয় কাবাডি দলের সন্মানিত কোচ মোঃ বাদশা মিয়া রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় দলের অধিনায়ক রংপুরের সন্তান , বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত অফিসিয়াল মোঃ রনী ও বগুড়া কাবাডি একাডেমির সন্মানিত সভাপতি ও উদিয়মান সংগঠক মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রংপুর বিভাগের তিস্তা জোনে নারী ৭ টি দল ও পুরুষ ৮ টি দল মিলে মোট ১৫ টি দল অংশগ্রহন করেছে। নারী বিভাগে রংপুর জেলা ২ টি খেলায় জয়লাভ করে ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন, দিনাজপুর জেলা ১ টি খেলায় জয়লাভ করেছে। পুরুষ বিভাগে রংপুর, নীলফামারী, লালমনিরহাট জেলা ১ টি করে খেলায় জয়লাভ করেছে।
খেলাগুলো পরিচালনা করছেন সন্মানিত রেফারী মহিউদ্দিন আহম্মেদ, জনাব এনামুল হক সাবেক জাতীয় দলের খেলোয়াড়, জনাব রাফিউল আলম রাফি, জনাব কামরুজ্জামান জনাব মোরশেদ উল আলম, শামসুল আলম, ইভা মাসুম, আব্দুল লতিফ, রফিকুল হক বাবু, আনোয়ার সাদিক সুমন, আজিজুল ইসলাম, আব্দুর রশিদ, রেজাউল ইসলাম লিটন, খন্দকার ফিরোজ রানা।
রংপুর কাবাডি একাডেমির সকল সদস্য দূরে থেকে আগত সহকর্মী খেলোয়াড়দের জন্য পাশে থেকে কাজ করছেন।
এ আয়োজন উত্তরাঞ্চলের কাবাডি উন্নয়নের বিরাট ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।