English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
- Advertisement -

নিসচা সাভার উপজেলা শাখার উদ্যোগে শীতের পিঠা পার্বণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখার উদ্যোগে শীতের ঐতিহ্যবাহী পিঠা পার্বণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় সাভারের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন। সভা পরিচালনা করেন সাভার উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক আবদুল মতিন। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সাভার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ। এরপর সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনবাজার পুলিশ বক্সের টিআই বিমল সাহা, সাভার হাইওয়ে পুলিশের ওসি শেখ মো. শাহজাহান মিয়া, আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. রিয়াজ উদ্দিন ফালান এবং নিসচা সাভার উপজেলা শাখার উপদেষ্টা সালাহউদ্দিন খান নঈম। তারা সবাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য মো. আসাদুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। তারা নিসচার দীর্ঘদিনের আন্দোলন, তৃণমূল পর্যায়ের কার্যক্রম এবং সংগঠনকে আরও গতিশীল করতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি তার বক্তব্যে বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একক দায়িত্ব নয়—এটি রাষ্ট্র, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত দায়িত্ব। নিসচা দীর্ঘ ৩২ বছর ধরে মানুষের প্রাণ বাঁচানোর আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের শাখাগুলোকে সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সড়ক নিরাপত্তা বিষয়ে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, শীতের পিঠা পার্বণের মতো আয়োজন শুধু সামাজিক বন্ধন দৃঢ় করে না, বরং সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও আন্তরিকতা বাড়ায়, যা ভবিষ্যৎ আন্দোলনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

অনুষ্ঠান শেষে শীতের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা পরিবেশনের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p6n7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন