টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসীতে একটি লেয়ার ফার্মে পাওয়া গেল ডিমের ভেতর আস্ত আরেকটি ডিম।বুধবার উপজেলার গোবিন্দাসী বাজার সংলগ্ন কষ্টাপাড়া সাবলু লেয়ার ফার্মে ডিমের ভেতর আরেকটি পাওয়া যায়।
সাবলু লেয়ার ফার্মের মালিক আব্দুল জলিলের ছেলে সাবলু জানায়, প্রতিদিনের মতো বিকেলে ফার্ম থেকে ডিম সংগ্রহের সময় একটি বিশাল আকৃতির একটি ডিম চোখে পড়ে। পরে ডিমটি আলাদা করে পরিমাপ করে দেখি ডিমটির ওজন ১’শ ৮৭ গ্রাম। সাধারণত লেয়ার ডিমের ওজন ৬৫-৭৫ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পরে ডিমটি সন্ধ্যায় ভাঙলে দেখি ডিমের ভেতর আরেকটি অবিকল খোসাবিশিষ্ট একটি ডিম!
তিনি আরও বলেন, এর আগে কখনো এরকম ঘটনা দেখিনি। তবে আমাদের এই ফার্মে ২’শ গ্রাম ওজনের ডিমও সংগ্রহ করেছি। ডিমের এই বিষয় শুনে এলাকার অনেক মানুষ দেখতে আসে।
ভূঞাপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসার স্বপন কুমার দেবনাথ বলে, আমি শুনেছি গোবিন্দাসীতে একটি ফার্মে এরকম ঘটনা ঘটেছে। তবে, লেয়ার ডিমে এরকম ঘটনা স্বাভাবিক নয়। তবে Multiovulation এর কারনে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pb3c
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন