নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
তাছাড়া শুক্রবার (২ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলের বেশি কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি শহরে ব্যাপক সংঘর্ষের পরই এই কারফিউ জারি করা হয়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, খাদ্যের অভাব, অনিয়ম ও দুর্নীতির কারণেই মানুষ রাস্তায় নেমেছে। এ সময় তারা নানা ধরনের সরকারবিরোধী স্লোগান লেখা প্লেকার্ড প্রদর্শন করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pb85