তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা জোরদার করার লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাত ৮ ঘটিকায় নিসচা বড়লেখা উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্ব এবং সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানে সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ, ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব, এবং আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শাহান আহমদসহ বিভিন্ন ছাত্রনেতা।
এছাড়াও বক্তব্য রাখেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মো. নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ চুন্নু ও শাকিল আহমদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রশিবির বড়লেখা সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক ইফতেহাম মাহফুজ, নিসচা উপজেলা দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, এবং সদস্য কামরান আহমদ,জাকারিয়া আহমদ, মাইশাম ইকবাল,ইমরান আহমদ সামি প্রমুখ।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জনসচেতনতা বৃদ্ধি করতে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই নিরাপদ সড়ক গড়ার আন্দোলন সফল হতে পারে।
