১৯ জুলাই সকাল ১১:৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে গুণী অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত-এর পরিচালনায় হুমায়ূন আহমেদ-এর নাটক ‘অন্য কোনোখানে’। ওইদিন সন্ধ্যা ৬টায় চ্যানেল আইতে প্রচার হবে কবি হাসান হাফিজ, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, অভিনতো ফারুক আহমেদ এবং এবং মুনমুন আহমেদ-এর অংশগ্রহণে চ্যানেল আই হুমায়ূন আহমেদ স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের নাটম ‘তুমি চলে এসো এক বরষায়’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।
ওইদিন ১৯ জুলাই অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, কাজী আনোয়ার হোসেন, চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইতে দুপুর ১২.৩০ মিনিটে সরাসরি প্রচার হবে ফ্রেশ-প্রিমিয়াম-ট তারকাকথন-এর বিশেষ পর্বে। অতিথি হিসেবেন উপস্থিত থাকবেন প্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
রাত ১২:৩০ মিনিটে কাজী আনোয়ার হোসেন-এর জন্মদিন উপলক্ষে ইফতিখার মুনিম-এর প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘রোমাঞ্চ লেখনীর যাদুকর কাজী আনোয়ার হোসেন’।
কবরী, আফজাল হোসেন এবং কাজী আনোয়ার হোসেন-এর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-এর শুরু হবে ৩ দিনের চলচ্চিত্র উৎসব। ১৯ জুলাই দুপুর ৩:০৫ মিনিটে থাকছে কবরী অভিনীত কাজী আনোয়ার হোসেন-এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে প্রিয় চিত্রনায়ক সোহেল রানা যাঁর নির্মাণের পরিচয় মাসুদ পারভেজ। তাঁর নির্মিত ও অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র মাসুদ রানা প্রচার হবে।
২০ জুলাই দুপুর ৩টা ৫মিনিটে প্রচার হবে কবরী অভিনীত কাজী জহির-এর সাড়া জাগানো চলচ্চিত্র ‘বধুবিদায়’।
২১ জুলাই দুপুর ৩টা ৫মিনিটে রয়েছে কবরী অভিনীত ইবনে মিজান পরিচালিত সাড়া জাগানো চলচ্চিত্র ‘কতো যে মিনতি’ অথবা/ কবরী অভিনীত সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’।
২০জুলাই চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকাল ৫:৩০ মিনিটে দেখবেন আবদুর রহমান এর উপপনায় কালজয়ী অভিনেত্রী কবরীর সর্বশেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান
কিউট ‘সাময়িকী’।