নাসিম রুমি: তারকা দম্পতি রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্রসন্তান। মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করায় গত চব্বিশ ঘণ্টায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই দম্পতি। এমন আনন্দঘন মুহূর্তে স্বাভাবিকভাবেই খালা প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া জানতে কৌতূহল ছিল অনুরাগীদের।
এর আগে রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। শোনা গিয়েছিল, কোনো কারণে নাকি ‘মিমি দিদি’র সঙ্গে মান-অভিমান হয়েছিল পরিণীতির! এরপর থেকে আর একফ্রেমে দেখা যায়নি তাদের। তবে বোনের ছেলে হওয়ার খবর কানে যেতেই যেন সব মন কষাকষি ভুললেন ‘দেশি গার্ল’। মার্কিন মুলুকে বসেই আনন্দে আত্মহারা অভিনেত্রী প্রিয়াঙ্কা।
মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করার জন্য রাঘব-পরিণীতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, নিজের পোস্টে তিনি ট্যাগ করেছেন পরিণীতির মা-বাবা রিনা এবং পবন চোপড়াকেও, যারা এখন সদ্য ‘দাদু-দিদা’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দেশি গার্ল’-এর এই পোস্ট দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। তাদের অনেকেই মন্তব্য করেছেন, এতদিনে মালতী মেরি চোপড়া জোনাস খেলার একজন সঙ্গী পেল। যদিও এই মুহূর্তে মার্কিন মুলুকে মেয়ে মালতীকে নিয়ে নিজের মতো করে দিওয়ালি উদযাপনে ব্যস্ত প্রিয়াঙ্কা।
সেই ঝলকও সোশালে শেয়ার করেছেন অভিনেত্রী। ছোট্ট মিষ্টি হলুদ রঙের শারারা সালোয়ারে আতসবাজিতে মেতে থাকতে দেখা গেল প্রিয়াঙ্কা কন্যাকে।
দম্পতির এমন আবেগঘন পোস্টে শুভেচ্ছার বন্যা বইছে। অনন্যা পাণ্ডে, কৃতী স্যানন, মণীশ মালহোত্রা-সহ বলিউডের একাধিক জনপ্রিয় তারকা সদ্য মা-বাবার ইনিংস শুরু করা এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।