রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আশরাফুল আলম বাচ্চু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিং এলাকায় ট্রেন থেকে নামার পর অপর একটি ট্রেনের ধাক্কায় নিহত হন তিনি।
নিহত বাচ্চু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই সেকেন্দার জানান, আশরাফুল আলম নামের ওই ব্যক্তি জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের যাত্রী ছিলেন। খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে রেল ক্রসিংয়ে ট্রেনটি ধীরগতিতে চলছিল। এসময় ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই সেকেন্দার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pj5m
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন