গাছে সবুজ, হলুদ কিংবা কালো রঙের ছোট ছোট পোকা হয়, এরাও গাছের রস শোষণ করে ফুলের ক্ষতি করে। শীতকালে রকমারি গাছের বাগান করার শখ যাদের, তাদের কাছে এই সব পোকা হলো প্রথম শত্রু।
এই সব পোকাকে গাছ থেকে তাড়ানোর জন্য নানা ধরনের টোটকা ব্যবহার করা হয়ে থাকে।
যার মধ্যে কিছু কিছু বেশ কার্যকর। বানাতেও তেমন কোনো সময় লাগে না। তেমনই কিছু টোটকা সম্পর্কে জানাব আজকের প্রতিবেদনে। চলুন, জেনে নেওয়া যাক—
কৃষি বিশেষজ্ঞদের মতে, শীতকালে বাগানের ফুল বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি বাড়ে। যার মধ্যে রয়েছে এফিড, থ্রিপস, মাকড়সা, মাইট ও মিলিবাগ। এই পোকামাকড় গাছের রস চুষে ক্ষতি করে, পাতা বিকৃত করে এবং গাছের বৃদ্ধি ব্যাহত করে।
এফিড ছাড়া কাণ্ড ছিদ্রকারী পোকাও একটি সাধারণ সমস্যা, যা গাছের শিকড় ও কাণ্ডের ক্ষতি করে।তাই, শীতকালে বাগানের গাছগুলোকে এই পোকামাকড় থেকে রক্ষা করার জন্য আমাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
আপনার বাগানের গাছগুলোতে যদি পোকার উৎপাত বাড়ে, তাহলে রাসায়নিক চিকিৎসার পাশাপাশি ঘরোয়া প্রতিকার ব্যবহার করার কথা বিবেচনা করবেন। এর জন্য আদা ও কাঁচা মরিচের পেস্ট তৈরি করুন এবং একটি সুতির কাপড় দিয়ে রস ছেঁকে নিন। তারপর সেই রস পরিমাণ মতো ভালো পানিতে মিশিয়ে নিয়ে গাছগুলোতে ছিটিয়ে দিন।
আদা ও কাঁচা মরিচের রস পোকামাকড়রা সহ্য করতে পারে না। কিছুদিন পর পর এই প্রক্রিয়া প্রয়োগ করলে গাছের মধ্যে পোকামাকড়ের উপদ্রব কমে যায়।
