নাসিম রুমি: গুরুতর অসুস্থ হয়ে গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা হাসান মাসুদ। গত ২৭ অক্টোবর থেকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা।
এখনও সুস্থ হতে পারেননি হাসান মাসুদ। শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থা ও অসুস্থতার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা গোপনীয়তা বজার রাখছেন।
জানা যায়, বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এ অভিনেতা। পুরোপুরি সুস্থ হতে তার বেশ কিছু দিন সময় প্রয়োজন।
টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ। অভিনয় গুণে তারকা খ্যাতি পেলেও শোবিজ জগতের আগে তিনি ছিলেন একজন সাংবাদিক এবং পরে সামরিক কর্মকর্তা।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করে দর্শকের নজরবন্দি হন। এরপর টানা কাজ করেছেন শোবিজ দুনিয়ায়। তারপরই অভিনয় থেকে দূরে সরে যান।
দীর্ঘ সময় ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। কিন্তু কাজে ফেরার পরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গুণী এ শিল্পী।অভিননেতার আরোগ্য কামনা করছেন তার ভক্ত ও সহকর্মীরা।
