English

15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে নিসচা সাভার উপজেলা শাখার উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

- Advertisements -

ইসমাইল হোসেন, সাভার, ঢাকা: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন-এর জন্মদিন উপলক্ষে আজ নিসচা সাভার উপজেলা শাখার উদ্যোগে এক মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে সাভারের মারকাযুশ্ শরইয়্যাহ আল ইসলামিয়্যাহ্ হিফজুল কুরআন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় এবং পরে একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিক সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, দুর্ঘটনামুক্ত সড়ক এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

নিসচা সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন,“ইলিয়াস কাঞ্চন শুধু একজন চলচ্চিত্র অভিনেতা নন, তিনি নিরাপদ সড়ক আন্দোলনের প্রতীক। তাঁর জন্মদিনে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের কাছে সবচেয়ে অর্থবহ উদযাপন।”

অনুষ্ঠানে নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি, সম্পাদকমণ্ডলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে এই আয়োজনের মাধ্যমে।

নিসচা সাভার উপজেলা শাখা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pl3t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন