বিবাহিত সম্পর্কে ইতি টানলেও সাবেক স্ত্রীদের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রাখেন বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি আবারও সেই চিত্রই ধরা পড়ল। সাবেক স্ত্রী (প্রথম) রিনা দত্তের প্রদর্শনীতে হঠাৎ হাজির হয়ে তাকে চমকে দিলেন আমির খান।
গত ১৮ নভেম্বর মুম্বাইয়ের ‘ইমার্জেন্স নেহেরু সেন্টার আর্ট গ্যালারি’-তে এই প্রদর্শনী শুরু হয়েছে। আমিরের অনাকাঙ্ক্ষিত এই উপস্থিতিতে রিনাও বেশ আনন্দিত হয়েছেন।
ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন রিনা। সেখানে দেখা গেছে, তিনি পরেছিলেন কালো প্রিন্টেড শাড়ি, সঙ্গে ম্যাচিং ব্লাউজ। আর আমির খানের পরনে ছিল সবুজ কুর্তা, কালো প্যান্ট ও ওয়েস্ট কোট। ক্যাপশনে রিনা লিখেছেন, যখন আপনার সাবেক আপনাকে চমকে দেয় এবং আপনার প্রদর্শনীতে আসে। আমার আর্ট জার্নিতে অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ আমির।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে আমির ও রিনার বিয়ে হয়। ২০০২ সালে তারা ১৬ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন। জুনায়েদ খান ও ইরা খান নামে তাদের দুই সন্তান রয়েছে। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের ঘরে আজাদ নামে এক ছেলে রয়েছে। কাকতালীয়ভাবে কিরণের সঙ্গে ২০২১ সালে ১৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
