English

22 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

ঢাকা-আরিচা মহাসড়কে উল্টোপথে যান চলাচল প্রতিরোধে নিসচা ও হাইওয়ে থানার যৌথ অভিযান

- Advertisements -

ইসমাইল হোসেন,সাভার থেকে: ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী বাস স্ট্যান্ড এলাকায় উল্টোপথে অটোরিকশা চলাচল প্রতিরোধ, ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা এবং সাভার হাইওয়ে থানা।

বুধবার সকালে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয় এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে উল্টোপথে চলাচলকারী অটোরিকশাগুলোকে সরিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন নিসচা সাভার উপজেলা শাখার সড়কযোদ্ধা বৃন্দ।

ওসি সালেহ আহমদ বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। উল্টোপথ, ফিটনেসবিহীন গাড়ি ও হেলমেট ছাড়া মোটরসাইকেল কোনোভাবেই চলাচল করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে অংশ নেওয়া নিসচা সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, “জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগ একসাথে কার্যকর হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। আমাদের লক্ষ্য নিরাপদ সড়ক নিশ্চিত করা।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pofy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন